
[ad_1]
কো’ভি’ড-১’৯ স্ক্রিনিং টেস্ট প’জে’টি’ভ নিয়ে মালয়েশিয়া থেকে আকাশপথে দেশে ফেরার চেষ্টা করলে ২০ বছর বয়সী দুই বাংলাদেশি যাত্রীকে আ’ট’ক করা হয়। স্থানীয় সময় রোববার (১৭ জানুয়ারী) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এই ঘটনা ঘটে।
এ সময় দুই বাংলাদেশী যাত্রীকে আ’ট’ক করেছে ইমিগ্রেশন পুলিশ। এতে একজন পুলিশ অফিসার ও একজন সিকিউরিটি গার্ড ক’রো’না’র ঝুঁ’কিতে রয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, বাংলাদেশি দুজন যাত্রী মালিন্দো এয়ারের শেষ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুরের বিমান বন্দ’রে এসে পৌঁছান। রাত ৯টার দিকে ফ্লাইটে ওঠার আগ মু’হূ’র্তে ‘কো’ভি’ড-১’৯ পরীক্ষা করার সময় একজন অফিসার তাদের দুজনের কাছে ক’রো’না’র প’জে’টিভ স’নদ দেখতে পান।
সেখানে একটি বেসরকারী ক্লিনিকের প্যাডে ‘কো’ভি’ড পরীক্ষার ক’রো’না প’জে’টি’ভ থাকা সত্ত্বেও তারা কাউকে কিছু না বলে ফ্লাইটে ওঠার চেষ্টা করে। এ সময় পুলিশ আ’ট’ক দুই বাংলাদেশিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টি’মে’র সাথে যোগাযোগ করতে বলে। সেই সঙ্গে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের মালয়েশিয়ার সুঙ্গাইবুলু হাসপাতালে পাঠানো হয়েছে।
[ad_2]
Leave a Reply
You must be logged in to post a comment.