বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোড অব কনডাক্ট (আচ’রণবি’ধি) ভ’ঙ্গের দায়ে বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের ম্যাচ ফির ২৫ শতাংশ জরি’মানা করা হয়েছে।
সোমবার বঙ্গবন্ধু টি-২০ কাপে ঢাকা ও জেমকন খুলনার মাঝে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ চলাকালীন সময়ে আচর’ণবিধি ভ’ঙ্গ করেছিলেন তিনি।
সতীর্থ নাসুম আহমেদের স’ঙ্গে অশো’ভন আচরণের দায়ে মুশফিককে এই শা’স্তি দেয়া হয়। যা বিসিবির আ’চরণবি’ধির লেভেল ১ অমান্য করেছিল। ম্যাচ ফি জরিমানার পাশাপাশি ঢাকার অধিনায়কের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। নামের পাশে ডিমেরিট পয়েন্ট সংখ্যা ৪ হলেই এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন তিনি।
ম্যাচ শেষে মুশফিকের বিরুদ্ধে অভিযোগটি আনেন অন-ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মাহফুজুর রহমান। মুশফিক দো’ষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।