ফরচুন বরিশালের বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে আজ একটা অ’নাকা’ঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। আফিফ হোসেন ধ্রুবর ক্যাচ নিতে গিয়ে তিনি সতীর্থ নাসুম আহমেদের ওপর ক্ষে’পে যান।
বল দিয়ে প্রায় মা’র’তেই গিয়েছিলেন তাকে! যা নিয়ে সোশ্যাল সাইট এখন সর’গ’রম। ম্যাচটি শেষ পর্যন্ত মুশফিকরাই জিতেছে। তবে ম্যাচ শেষে ওই ঘটনা নিয়ে কিছুই বলেননি মুশফিক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাসুমের সঙ্গে ঝ’গ’ড়ার ব্যাপারে মুশফিককে জিজ্ঞেস করা হলে তিনি সেটি এড়িয়ে গিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ। সবকিছু ঠিক আছে। জয়ের মধ্যে থাকলেও ব্যক্তি ও দল হিসেবে আমাদের উন্নতির জায়গা আছে আরও। সুতরাং আগামীকাল আরেকটা ম্যাচ আছে, আশা করি জিতব, দেখা যাক আশা করি দল হিসেবে খেলতে পারব।’
ক্রিকেট মাঠে আচ’রণবি’ধির খুব ক’ড়াক’ড়ি থাকে। তাই মুশফিক যে আচ’রণ করেছেন, তাতে শা’স্তি হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ম্যাচ রেফারি রকিবুল হাসান বলেছেন, কোনো খেলোয়াড় তার সতী’র্থ কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়কে অ’সম্মান করতে পারেন না।
তিনি এখন ফি’ল্ড আম্পায়ারদের রিপো’র্টের অপেক্ষায় আছেন। ফি’ল্ড আ’ম্পায়ারদ্বয় গাজী সোহেল ও মাহফুজুর রহমান যদি এই ঘটনা ম্যাচ রিপো’র্টে আনেন, তাহলে বিধি অনুযায়ী মুশফিকের বি’রু’দ্ধে ব্যবস্থা নে’ওয়া হবে।